0 থেকে ১০০ ভোল্ট পর্যন্ত ভোল্ট মিটার
যে যে কারনে আপনার ভোল্ট মিটার নষ্ট হতে পারে?
- ভুল কানেশনে 35-40 ভোল্টের বেশি ব্যবহার করলে (30 ভোল্টের বেশি ভোল্টে ব্যবহার করলে মিটারের জন্য আলাদা পাওয়ার ব্যবহার করুন)
বেশীদিন ব্যবহার করার জন্য কিছু পরামর্শ
- ৩০ ভোল্টের বেশি ভোল্টেজে অথবা বুষ্ট সার্কিটে ব্যবহার করতে চাইলে অবশ্যই আলাদা ভাবে মিটার পাওয়ার দিন (৬-৩০ ভোল্ট এর মধ্যে)
- মিটারের পিছনে গ্লু বা অন্য কিছু দিয়ে আটকিয়ে রাখবেন না, যতট খোলামেলা রাখার চেষ্টা করুন
- বেশি গরমে না রেখে তুলনামূলক ঠান্ডা যায়গায় রাখার চেষ্টা করুন
খুবই ভালো চমৎকার একটি মিটার
আপনার মূল্যবান রিভিউ দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান।
আশা করি আমাদের সাথেই থাকবেন।