প্রোডাক্ট
এটি একটি ডিসি ভোল্ট এবং এম্পিয়ার মিটার যা ডিসি ভোল্ট এ ব্যবহার করা যায়। এই মিটার সব ধরণের ডিসি কারেন্টে ব্যবহার করা যাবে। যেমন চার্জার, এডাপ্টার, ব্যাটারি, সোলার প্যানেল ইত্যাদি
করটা ভার্সনের প্রোডাক্ট আছে?
মিটারগুলো ১০এম্পিয়ার ,৫০এম্পিয়ার, এবং ১০০ এম্পিয়ারের হয়ে থাকে
সাধারনত আমাদের সবারি এই রেঞ্জের ভোল্ট এবং এম্পিয়ার বেশী মাপা হয়
এখানে ৪ ভোল্ট থেকে ২৮ ভোল্টের কোন এডাপ্টার বা ব্যাটারি অথাবা সোলার প্যানেল এ ব্যবহার করতে চান তাহনে নিচের ছবির মত করে কানেকশন দিন

যারা একদম কম ভোল্টের ব্যাটারি বা এডাপ্টার এর এম্পিয়ার মাপতে চান ।।। অথবা ২৮ ভোল্টের বেশী ব্যাটারি বা এডাপ্টারের এম্পিয়ার মাপতে চান তারা নিচের ছবির মত করে কানেকশন দিন

কিছু কমন জিজ্ঞাসাঃ